সকল সংবাদ

নাটোর লালপুরে পানিতে ডুবে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

  admin2 ৯ মার্চ ২০২২ , ৪:২৫:২৭ 419

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার মাজগ্রামে পানিতে ডুবে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল ৮ মার্চ উল্লাপাড়ার সাতবাড়ীয়া ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়, উল্লাপাড়ায় এক আত্মাীয়র বিয়ের দাওয়াতে যায় মাজগ্রামের বাবুর পরিবার।

বাবুর পুত্র রাজু(১৬) ও মাজেদুল (৯) গিয়েছিল এলাকার ফুলজোড় নদীতে গোসল করতে। নদীতে গোসল করতে নেমে বড় ভাই রাজু ডুবে যাচ্ছে দেখে, ছোট ভাই মাজেদুল উদ্ধার করতে নেমে ২ জনই ডুবে যায় নিখোঁজ হয়ে যায়।

পরে রাজশাহী থেকে ডুবরী এসে তাদের লাশ উদ্ধার করে। গভীর রাতে ২ ভাইয়ের লাশ মাজগ্রামে এলে এলাকায় শোকের ছায় নেমে আসে। আজ ৯ মার্চ তাদের নামাজ জানাযা।

আরও খবর:

Sponsered content