সকল সংবাদ

পাবনা ঈশ্বরদীর আদিবাসী ১০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

  admin2 ১০ মার্চ ২০২২ , ১১:৩৪:২৩ 415

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীর আদিবাসী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর) ১০ শিক্ষার্থী পেলেন বাইসাইকেল।
বুধবার (৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে উপজেলার বিভিন্ন গ্রামের (ক্ষুদ্র ন-ৃগোষ্ঠী) মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর মাঝে একটি করে সাইকেল বিতরণ করা হয়।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পি. এম. ইমরুল কায়েস এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাইসাইকেল পেয়ে আনন্দিত আদিবাসী শিক্ষার্থীরা বলেন, ছোটবেলা থেকে পায়ে হেঁটে স্কুলে যাতায়াত করেছি। কখনো ভাবিনি প্রধানমন্ত্রী আমাদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য নতুন বাই সাইকেল উপহার দেবেন।

আজ সাইকেল পেয়ে কি যে আনন্দ তা বোঝাতে পারবোনা। এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন সাইকেল চালিয়ে হাসিমুখে বাড়ি ফিরে যান।

আরও খবর:

Sponsered content