admin2 ১১ মার্চ ২০২২ , ১২:৫৯:৩০ 401
দেশ সংবাদ//
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় নছিমন উল্টে মোনা (২২) নামে নছিমন চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোনা মেহেরপুর সদরের পৌর এলাকার কাসসপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিহত মোনা পেশায় কাপড় ব্যবসায়ী। কাপড় কেনার জন্য নিজেই স্যালো ইঞ্জিন চালিত নছিমন চালিয়ে মিরপুরের পোড়াদহ কাপড়ের হাটে যাওয়ার পথে সড়কে গর্ত থাকায় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে ঘটনাস্থলেই মোনা মারা যান।
দুর্ঘটনার বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।