admin2 ১৪ মার্চ ২০২২ , ৩:৩১:৪৭ 659
মাসুদ রানা লেবু
কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার মশান বাজারে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের আয়োজনে উক্ত সেলাই মেশিন বিতরণের পাশাপাশি বিনামুল্যে
এলাকার অসহায় প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কুষ্টিয়া মেডিকেল কলেজে সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ।
এসময় ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ রাজীবসহ স্থানীয় গন্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে মিরপুর ও ভেড়ামারা উপজেলার গরিব, অসহায় ও প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ।