admin2 ১৫ মার্চ ২০২২ , ৮:৩২:০০ 417
হৃদয় রায়হান!!
ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অফিস সহকারী মোছাঃ জান্নাতুল ফরদৌস মিলি এর পুত্র মোঃ আবিদ (১৫) বন্ধুদের সঙ্গে জি.কে ক্যানেণ চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সামেন মিনি পার্কের সিড়ির উপর থেকে গোসল করার জন্য লাফে দিলে সাতার না জানায় আর কিনারে ফিরে আসতে পারে নাই।
সাথে থাকা বন্ধুগণ চিৎকার চেচামেচিতে স্থানীয় লোকজন তাৎক্ষনিক খোজাখুজি শুরু করলে কোন সন্ধান পাই না।
পরবর্তীতে ফায়ার ব্রিগেডকে ফোন করলে তাহারা উক্ত আবিদ কে পানি থেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।