সকল সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

  admin2 ১৫ মার্চ ২০২২ , ১০:৪১:৫০ 549

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল আহাম্মেদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার সকালের দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল উপজেলার ঝাউদিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে। সে দৌলতপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাসেল তার তিন বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে দৌলতপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাসেল মারা যায়।

এ সময় রাসেলের দুই বন্ধু শিশির, সবুজ সহ আরও তিনজন আহত হন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার উপ-পরিদর্শক অরুণ কুমার বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও খবর:

Sponsered content