admin2 ২০ মার্চ ২০২২ , ৬:০৫:২৪ 412
মিরপুর প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর -দৌলতপুর সড়কের মিরপুর উপজেলার ডাকাতির পুস্করনী নামকস্থান থেকে আরশেদ আলী (৫৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরশেদ আলী উপজেলার ছাতিয়ান ইউপির আটিগ্রাম মসজিদপাড়ার মৃত নোমাজ আলীর ছেলে।
জানা যায়, আজ ২০ মার্চ-২০২২ রবিবার সকালে উল্লেখিত সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে
জনতা থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
পাশেই পড়ে ছিলো তার ব্যবহৃত বাই সাইকেল। এটি হত্যাকাণ্ড না হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।