admin2 ১৭ অক্টোবর ২০২১ , ৫:৫৮:২৯ 255
ভেড়ামারায় ইউপি নির্বাচনে ৬টি ইউনিয়নে মোট ২৯৪ জন মনোনয়নপত্র দাখিল করেন
দেশ সংবাদ২৪.কম//
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ নভেম্বর।
নির্বাচনকে সামনে রেখে আজ ১৭ অক্টোবর রবিবার ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।
ভেড়ামারা উপজেলার মোট ৬টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে তারা নিয়ম মেনে মনোনয়ন দাখিল করেন। ভেড়ামারায় ৬টি ইউনিয়নে ২৭জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ২৯৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র স্বতঃস্ফূর্ত ভাবে দাখিল করেছেন।
৬টি ইউনিয়ন পরিষদ থেকে মোট ২৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৬জন আওয়ামী লীগ মনোনীত। সমাজতান্ত্রিক দল জাসদ মোননীত ৬জন। স্বতন্ত্র থেকে ১১জন এবং ইসলামী আন্দেলন বাংলাদেশ থেকে ৪জন রয়েছেন।