সকল সংবাদ

কুষ্টিয়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  admin2 ২৮ মার্চ ২০২২ , ৯:২১:৫৭ 506

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এর কার্যালয়ের উদ্যোগে সোমবার পরিদর্শক মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে কুষ্টিয়ার ইবি থানাধীন আন্দালপুর গ্রামে মোঃ টনি মোল্লার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে (এক) কেজি গাঁজা সহ মোঃ টনি মোল্লা(৩৮), পিতাঃ মোঃ সিরাজ উদ্দিন মোল্লা,সাং আন্দালপুর,ইউনিয়নঃ হরিনায়ানপুর,থানাঃ ইবি,জেলাঃ কুষ্টিয়া কে হাতে-নাতে গ্রেফতার করেন।

আটককৃত গাঁজা যার আনুমানিক মূল্য ৪০( চল্লিশ) হাজার টাকা। টনি মোল্লা এলাকায় একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের এএসআই সোহরাব হোসেন,হোসেন আলী,সিপাই রশিদুল ইসলাম ও প্রিয়াংকা মজুমদার সহ অন্যান্য বিভাগীয় সদস্য অংশগ্রহণ করেন।

পরবর্তীতে কুষ্টিয়ার ইবি থানায় পরিদর্শক মোঃ বেলাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০২০(সংশোধিত) এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ০১টি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া পরিদর্শন মোঃ বেলাল হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে ইবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১৬ তারিখ ২৮/৩/২০২২।

আরও খবর:

Sponsered content