admin2 ২৮ মার্চ ২০২২ , ৯:৫০:২৫ 461
ভেড়ামারা পাটুয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
শিক্ষার্থী ও এলাকার যুবসমাজকে মাদক ও ইভটিজিং থেকে দূরে রাখতে খেলাধূলা চর্চার কোনো বিকল্প নেই
জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন
কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেছেন, নিয়মিত খেলাধূলার চর্চা চালু থাকলে শিক্ষার্থী ও এলাকার যুবসমাজকে মাদক, ইভটিজিংসহ নানাবিধ সামাজিক অপকর্ম থেকে দূরে রাখতে পারে।
তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগি হওয়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলা চর্চার আহ্বান জানান। কেন্দ্রীয় জাসদ নেতা আলহাজ্ব আব্দুল আলীম
সোমবার সকালে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাখা বক্তব্যে এসব কথা বলেন।
অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সন্মানিত সভাপতি আইয়ুব আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, কেন্দ্রীয় জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক শরীফুল কবির স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, কুষ্টিয়া জেলা জাসদের কৃষিবিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু ও পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |