admin2 ৩০ মার্চ ২০২২ , ৬:৩০:৩৯ 502
রাফিউল ইসলাম
দৌলতপুর প্রতিনিধি
দেশ সংবাদ ২৪.কম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯ নং রিফাইতপুর ইউনিয়নের নতুন ঝাউদিয়া গ্রামে গরুর ঘরের মশা তাড়ানো কয়েল থেকে সৃষ্ট আগুনে ১ বাড়ী ভষ্মি ভূত হয়েছে।
জানাগেছে ২৯ মার্চ মঙ্গলবার রাত ৮ঃ ৪৫ মিনিটের দিকে নতুন ঝাউদিয়া গ্রামে আসকর আলীর ছেলে আব্দুর রশিদ(টেঙর) বাড়ীর গরুর ঘরের মশার কয়েল হতে সৃষ্ট আগুনে ১টা বসত ঘর ও গরুর ঘর পুড়ে ছাই হয়ে গেছে, ঘরে থাকা ২টা গরু,৮টা ছাগল, হাঁস-মুরগী সহ আসবাবপত্র পুড়ে গেছে।
ক্ষতির পরিমান প্রায় ৩ লাখ টাকা বলে জানা গেছে। প্রতিবেশীরা গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। বর্তমানে পরিবারটি মাত্র ২০ মিনিটে নিমিষেই শেষ হয়ে গেল সব।
কান্নাজড়িত আর্তনাদ ছাড়া কিছুই করার নেই। হা-হা কার আর আপ্লুত দীর্ঘশ্বাস কন্ঠে তাদের একটাই কথা আগুন লেগে সব হারিয়েছি আমরা। খোলা আকাশ ও পড়নের কাপড় ছাড়া কোন কিছুই নেই।
এ পরিস্তিতিতে সমাজের বিত্তবান ও রাজনীতিবিদ দের তাদের সাহায্যের জন্য এগিয়ে আসা উচিত ।