admin2 ৭ এপ্রিল ২০২২ , ৪:১১:২২ 379
দৌলতপুর প্রতিনিধি
দৌলতপুরে মেডিকেল ভর্তি পরিক্ষায় সুযোগ পেল দিন মজুরের সন্তান সবুজ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউপির বৈরাগীরচর নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাড়া গ্রামের ক্ষুদ্র সবজি ব্যবসায়ীর ছেলে সবুজ আহমেদ এবারের মেডিকেল ভর্তি পরিক্ষায় সুযোগ পেয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম আনান্দ উল্লাসে ও মিষ্টি বিতরণ হয়েছে। জানাযায়, উপজেলার মরিচা ইউপির বৈরাগীরচর নতুন চর স্কুল পাড়া গ্রামে মোঃ আব্দুর রাজ্জাক মাতা মোসাঃ মনজুরা খাতুন।
তাদের ৭ সন্তানের মধ্যে সুবজ আহমেদ চতুর্থ, সে বাড়ির পাশে নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ ম শ্রেনীতে বৃত্তি পেয়ে দৌলতপুর উপজেলা পযার্য়ে ২ হয়ে ছিলেন।
জিএসসিতে গ্লোডেন এ প্লাস, এস এস সিতে বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় থেকে গ্লোডেন এ প্লাস, এইচ এস সিতে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে গ্লোডেন এ প্লাস পেয়ে মেডিকেল ভর্তি পরিক্ষায় পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছেন।
সে মেডিকেলের লেখা পড়া শেষ করে একজন বড় চিকিৎসক হয়ে বেনা খরচে গরিব অসহায় মানুষের সেবা করতে চাই।
তার জন্য দোয়া ও শুভকামনা রইল।