সকল সংবাদ

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত জেরে ছোট ভাইয়ের হাতে ভাই আহত

  admin2 ৯ এপ্রিল ২০২২ , ৩:৪১:০৬ 438

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া কুমারখালী নন্দুলালপুর ইউনিয়নের সুপুকুরিয়া গ্ৰামে শুক্রবার জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে ছোটভাইয়ের হাতে বড় ভাই গুরতর আহত হয়েছে।

আহতের স্ত্রী মোছাঃ রোজিনা খাতুন (৩২) জানান, আমার স্বামী রিপুল হোসেনের (৩৬) এর উপর শুক্রবার বেলা ১২ টার দিকে আমার ছোট দেবর মৃত আবুল হোসেনের ছেলে বিপুল হোসেন ও দেবরের স্ত্রী মোছাঃ মুন্নি খাতুন (২৮) আমাদের বাড়ির সম্মুখে মাঠের মধ্যে আসিয়া আমার স্বামী মোঃ রিপুল হোসেন (৪০) কে জমি সংক্রান্ত বিরোধের জেরে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে।

আমার স্বামী গালিগালাজ করতে নিষেধ করলে আমার দেবর ও দেবর স্ত্রী আমার স্বামীকে লাঠি ও কাঠের বাটায় দিয়ে শরীরের উত্তেজক আঘাত করে জখম করে। এই সময় আমার স্বামীর আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তারা চলে যায়।

এর পর আমার স্বামী কে ভ্যান যোগে এনে,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অন্ডকোষের আঘাতের কারণে, বড় ধরনের ক্ষতি হতে পারে।

এই বিষয়ে কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

আরও খবর:

Sponsered content