admin2 ২০ এপ্রিল ২০২২ , ১২:০৪:২৮ 298
হৃদয় রায়হান
আজ ২০ এপ্রিল২২
আজকের বাজার মনিটরিং কার্যক্রমে ভেড়ামারা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, সড়ক পরিবহন আইন ২০১৮ ও দন্ডবিধি ১৮৬০ এ ৬ টি মামলায় মোট ২৭০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় প্রতিটা ব্যবসায়িকে সতর্ক করা হয়। যাতে করে তারা ক্রেতাগণের নিকট হতে উচ্চ দামে জিনিস পত্র বিক্রি না করে।
তরমুজ ব্যবসায়ীদের তরমুজ ক্রয়ের রশিদ চেক করা হয়। তারা অদ্য তারিখে ৩৭.৫০ পয়সায় তরমুজ ক্রয় করেন আর বিক্রয় করছেন ৪০ টাকা দরে।
কয়েকজন ব্যবসায়ীর ডিজিটাল দাড়ীর ওজন ঠিক আছে কি না তা চেক করা হয়।
চাউল ব্যবসায়ীদের বেশ গড়মিল পাওয়া যায়। কয়েকজনকে জরিমানা করা হয় আর বাঁকি গুলো দোকান বন্ধ করে পালিয়ে যায়।
যারা দোকান বন্ধ রেখে দোকানের সামনে মালামাল সাজিয়ে ফুটপাতে ব্যবসা করছেন তাদের কথা বাত্রা ও আচরনের জন্য ২ জনকে ২০০০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা এমনিতেই রাস্তা জ্যাম করছেন আবার তাদের কথাবাত্রা পারিবারিক ভাব।