admin2 ২৪ এপ্রিল ২০২২ , ১১:০৭:৪২ 341
ভেড়ামারায় ২মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
করেছে থানা পুলিশ।
কুষ্টিয়ার ভেড়ামারায় ২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সোহানকে (২৫) রবিবার(২৪ এপ্রিল ২০২২) দুপুর সাড়ে বারোটার দিকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নির্দেশনায় পুলিশের এএসআই শফিক পৌরশহরের গোডাউন এলাকায় অভিযান চালিয়ে সোহানকে গ্রেফতার করেন।
তিনি উপজেলার সাতবাড়িয়া ম-লপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, সোহানের নামে ছিনতাই, প্রতারণা-সহ একাধিক মামলা রয়েছে। তারমধ্যে ২টি মামলার ওয়ারেন্ট ছিল।
তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।