admin2 ২০ অক্টোবর ২০২১ , ৭:৫৫:১২ 243
ভেড়ামারায় রনজিত কুমার সিংহ রায়ের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালন
দেশ সংবাদ২৪.কম//
আজ ২০ অক্টোবর ভেড়ামারা উপজেলা জাসদের সাবেক সভাপতি রনজিত কুমার সিংহ রায় এর ২৩ তম মৃত্যুবার্ষিকী।
জঙ্গি-সন্ত্রাস সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্দোলনের আপোষহীন প্রয়াত নেতা ভেড়ামারা উপজেলা জাসদের সাবেক সভাপতি রনজিত কুমার সিংহ রায় এর ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা জাসদের উদ্যোগ জাসদ কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মহা: মোস্তফা কামাল বকুল, জাসদ নেতা বেনজীর আহমেদ বেনু, আইয়ুব আলী, মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
এছাড়াও সকালে শহীদ রণজিৎ সিংহ রায় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভেড়ামারা উপজেলা জাসদ কার্যলয়ে পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন জাসদ নেতৃবৃন্দ।