অন্যান্য

কুষ্টিয়ায় পিকআপ সিএনজির মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত

  admin2 ৪ মে ২০২২ , ১১:০১:০৮ 462

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় পিকআপ ট্রাক সঙ্গে সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৪ মে) বেলা ২ টার সময় খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাংশা উপজেলার ফলিমারা এলাকার রেজাউল মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল (৩২) ও তার ছোট ভাই সামিউল মন্ডল (১২) । সম্পর্কে নিহতরা দুই ভাই।

গুরুতর আহত অবস্থায় আরো চার জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী দিয়ে পাঁচ জন যাত্রী নিয়ে সিএনজি কুমারখালী যাচ্ছিল।

পথে পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক একটি পিকআপ ট্রাক (ঝিনাইদহ -ন–১১-০২১৭) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজি টি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আপন দুই ভাই নিহত হন। আহত আরো চার যাত্রীকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

পরে সাড়ে তিনটের সময় কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে ঘটনাস্থল থেকে লাশ ও সিএনজি ট্রাক উদ্ধার করে কুষ্টিয়া নিয়ে যায়।

আরও খবর:

Sponsered content