অন্যান্য

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

  admin2 ৫ মে ২০২২ , ৩:০২:৪২ 317

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া কুমারখালী মীর মোশাররফ হোসেন সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় মাসুদ খাঁ (৪১) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে কুমারখালি থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ই মে) দুপুর ২ টার সময় লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা ত্রিপল নাইনে (৯৯৯) ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহত মাসুদ খাঁ কুষ্টিয়া শহরতলীর চড় মিলপাড়া এলাকার হোসেন খাঁর ছেলে।

পরে লাশের প্যান্টে থাকা মোবাইল ফোন পেয়ে নিহতের পরিবারের কাছে পুলিশ ফোন দিলে নিহতের ছেলে ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করে।

নিহতের ছেলে হাসিব খাঁ জানান, বুধবার (৪ই মে) ঈদের পরের দিন ভোর ৪ টা থেকে মাসুদ খাঁ নিখোঁজ ছিলেন। তারপর পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজন সহ সমস্ত জায়গায় খোঁজাখুজির পরও তাকে পায়নি। পরে ভাসমান অবস্থায় লাশ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, গড়াই নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেছে। লাশটি তার পরিবারের লোকজন এসে সনাক্ত করেছে৷ এখন লাশটি নৌ পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরও খবর:

Sponsered content