সাতক্ষীরা শহরের বিভিন্ন বস্তিতে বসবাসকারী ৬’শ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে কালের কণ্ঠ শুভসংঘের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও কালের কণ্ঠ শুভসংঘ সাতক্ষীরা শাখার উপদেষ্টা অধ্যাপক আবদুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক ঐক্যের আহ্বায়ক সুভাষ চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, বাংলানিউজের সাতক্ষীরা প্রতিনিধি শেখ তানজির আহমেদ, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য জিবন হোসেন, জিবন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। মাহিদা মিজান, সদস্য গাজী আসাদ, আব্দুল কাদের, সাকিবুল ইসলাম সাকিব প্রমুখ।
সাতক্ষীরার ঋষিপাড়ার ঊষা রানী জানান, তীব্র শীতে কম্বল খুবই কাজে দেবে। বসুন্ধরা গ্রুপ আরও বড় হোক এই কামনা করি। তারা যেন দেশের সব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে।
কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এক লাখ কম্বল এবং কালের কণ্ঠ শুভ সংঘ ৫০ হাজার কম্বল বিতরণ করেছে অসহায় মানুষের মাঝে। বাগেরহাট ও খুলনায় ইতোমধ্যে কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। সাতক্ষীরায় দুই হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে।
প্রথম দিনে সাতক্ষীরার বিভিন্ন বস্তিতে বসবাসকারী ৬’শ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপকূলীয় এলাকাসহ অন্যান্য উপজেলায় কম্বল বিতরণ করা হবে।