সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হয়েছে।
রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করেই সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন জায়গায়।
ভোটারদের লাইননির্বাচনে আ.লীগ জামায়াতসহ ৪ চেয়ারম্যান প্রার্থী এবং ৩৫ জন সদস্য ও ১০ জন সংরক্ষিত প্রার্থী অংশ নিয়েছেন। ৯ টি কেন্দ্রে ১৯০৮৮ জন ভোটার রয়েছেন।
উপজেলার একটিমাত্র ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সকল দলের নেতাদের উপস্থিতিতে কেন্দ্র গুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
উপজেলা রিটার্নিং অফিসার রাহুল রায় জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।