সাতক্ষীরা সদর উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
গতকাল বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় তিনি বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আপনি যে দলেরই হোন না কেন মনে রাখবেন আপনি ইউনিয়নের সকল মানুষের অভিভাবক। আজ থেকে সকল সুযোগ সুবিধার দায়িত্ব আপনাদের উপর ন্যস্ত করা হল। সকল ভেদাভেদ ভুলে ইউনিয়নের উন্নয়নে কাজ করুন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। আপনার কাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সুবিধা প্রদান করা হবে।
এ সময় উপ-পরিচালক স্থানীয় সরকার মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
এদিকে বাঁশদহ ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নের আজমল হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়নের মোঃ আলাউদ্দিন, কুশখালী ইউনিয়নের আব্দুল গফ্ফার, লাবসা ইউনিয়নের আব্দুল আলীম, বাল্লী ইউনিয়নের এড. মহিতুল ইসলাম, ভোমরা ইউনিয়নের ইসরাইল গাজী, আগরদাড়ি ইউনিয়নের কবির হোসেন, বৈকারি ইউনিয়নের মোস্তফা কামাল, ঘোনা ইউনিয়নের আব্দুল কাদের, শিবপুর ইউনিয়নের এসএম আবুল কালাম আজাদ, ধুলিহার ইউনিয়নের মিজানুর রহমান চৌধুরী, ফিংড়ি ইউনিয়নের লুৎফর রহমান প্রমুখ।
শপথ অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।