সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে লিস্যারজিক ডাইথ্যলামাইড মাদকদ্রব্যসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
২৮ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর থানার ভোমরা স্থলবন্দর এলাকায় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। বর্ডার পিলার-৩ থেকে ৩০ গজ দূরে।
অভিযান চলাকালীন, টহল দল ডগ জনির সহায়তায় একটি অনুসন্ধান অভিযান পরিচালনা করে এবং ২০ লক্ষ টাকা মূল্যের ১ বোতল (১০০ মিলি) ভারতীয় লিস্যারজিক ডিইথ্যলামাইড ড্রাগ এবং ৫০ লক্ষ টাকা মূল্যের একটি ভারতীয় টাটা ট্রাক (ট্রাক নং ডই-২৩-৭০৯১) জব্দ করে।গ্রেফতারকৃত দুইজন হলেন, কাশিপুর থানার কাশিপুর রোড-৯৯এইচ/৪ এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আবুল হাসান (৪৪) ও বশিরহাট থানার পানিতর গ্রামের আকবর মিস্ত্রির ছেলে মোহাম্মদ আলাউদ্দিন মিস্ত্রি (৩৪)। উত্তর ২৪ পরগণা জেলা। জব্দকৃত মালামালের মোট মূল্য ৭০ লক্ষ টাকা।
বিজিবি জানায়, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা সদর থানায় ওই দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।