পঞ্চম ধাপে সাতক্ষীরার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী আশাশুনির ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শোভনালী ইউনিয়ন নির্বাচনে মাওলানা আবু বকর সিদ্দিক (জামায়াত),বুধহাটায় মো. মাহবুবুল হক ডাবলু (আ-লীগ), কুল্যা ওমর সাকী ফেরদৌস পলাশ (আ-লীগ বিদ্রোহী), দরগাহপুর শেখ মিয়ারাজ আলী (আ-লীগ), আশাশুনি সদর এসএম হোসেনুজ্জামান (আ-লীগ), শ্রীউলা দীপঙ্কর বাছার দিপু (আ-লীগ বিদ্রোহী), বড়দল ইউনিয়ন জগদীশ চন্দ্র সানা (আ.লীগ বিদ্রোহী), খাজরা এসএম শাহনেওয়াজ ডালিম (আ.লীগ), আনুলিয়া রুহুল কুদ্দুস (বিএনপি), প্রতাপনগর হাজী মোঃ দাউদ আলী (জামায়াত) ও কাদাকাটি দীপঙ্কর কুমার সরকার দীপ (আ.লীগ)।
এছাড়া শ্যামনগর উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভুরুলিয়া জাফরুল আলম বাবু (আ-লীগ), শ্যামনগর সদর অ্যাড. জহুরুল হায়দার বাবু (আ.লীগ) ও ঈশ্বরীপুর ইউনিয়নে অ্যাড. জিএম শোকর আলী (আ.লীগ)।
কলারোয়া উপজেলার দুটি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী ফলাফল অনুযায়ী, কেরালা ইউনিয়নে এসএম গোলাম মোর্শেদ (আ.লীগ) ও কুশোডাঙ্গা গাজী সাঈদ আলী (আ.লীগ বিদ্রোহী) বিজয়ী হয়েছেন।
এভাবে সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার আলীপুর ইউনিয়ন ছাড়া বাকি সব ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে।