সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই করে পালানোর সময় ভুয়া ডিবি পুলিশ এসআই শাওন ও এ এস আই রাসেলকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। এ সময় ভুয়া ওসি তদন্ত কবির পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনাটি ঘটেছে কলারোয় উপজেলার ঝাপাঘাট নামক স্থানে। ঝাপাঘাট গ্রামের আশরাফ হোসেনের ছেলে সাইফুল ইসলাম মিন্টু জানান, তিনি উপজেলার সোনাবাড়িয়া আশা এনজিও শাখা থেকে লক্ষাধিক টাকা উঠিয়ে ইজিবাইক যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছাগলের মোড়ে পৌছালে ইজিবাইকটি গতিরোধ করে ওই ব্যক্তিরা থামায়।
এসময় তারা বলে আমরা কলারোয়া থানার এএসআই রাসেল, এস আই শাওন ও ওসি তদন্ত কবির। তারা বলে তোমার কাছে অবৈধ মাল আছে। এই কথা বলেই আমার হাতে হান্ডকাপ লাগিয়ে দিয়ে তাদের মোটরসাইকেলে উঠিয়ে কলারোয়া থানার দিকে না নিয়ে অন্য পথে নিয়ে যায়।
তখন আমার সন্দেহ হলে আমি হান্ডকাপ ঘুরিয়ে মোটরসাইকেল থেকে লাফ দিয়ে দৌড়ে মাঠের মধ্যে যায়। এ সময় তারা ওই মাঠে দৌড়ে আমাকে মারতে থাকে। তখন আমি চিৎকার দিলে মাঠের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে এবং তাদের দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। এরই মধ্যে ভুয়া ওসি তদন্ত কবির দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ভুয়া এসআই শাওন ও এ এস আই রাসেলকে আটক করে থানায় নিয়ে যায়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর নাছির উদ্দীন মৃধা জানান, তারা দীর্ঘদিন ধরে কলারোয়াসহ বিভিন্ন এলাকায় এভাবে ছিনতাইসহ নানা প্রকার অবৈধ কাজ করে বেড়ায়।
তবে তাদের এখনও পর্যন্ত সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি। সঠিক নাম ঠিকানা পাওয়ার জন্য পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের স্বিকারাক্তি অনুযায়ী দুইটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।