সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৭ কেজি রুপার গহনা একটি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের শহিদুল ইসলাম ও বেল্লাল হোসেন।
শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১২ টারদিকে সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বোয়ালিয়া গ্রামের জামতলা নামক এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি ও পুলিশ।
সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মাহামুদ জানান, ভারত থেকে চোরাপথে আসা বড়ো একটি রুপার চালান মোটরসাইকেলে করে পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ সীমান্তের বোয়ালিয়া গ্রামের জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় আসামীদের কাছ থেকে মোটরসাইকেল ও রুপার গহনাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।
এবিষয় কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মৃধা জানান, এঘটনায় মামলা হয়েছে।