সাতক্ষীরা সদরের কুশখালি থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ এক চিহ্নিত মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক চোরাকারবারির নাম নাঈম হোসেন (২৪), সে কুশখালি মাঝের পাড়ার কাওছার আলীর ছেলে।
শনিবার দিবাগত গভীর রাতে নাঈম হোসেনের নিজ বাড়ি থেকে মাদক বিক্রির সময় আটক করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মিনহাজ উদ্দিন, এএসআই মোস্তফা সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে।
সে চিহ্নিত মাদক চোরাকারবারি। তার নামে একাধিক মাদকের মামলা রয়েছে।
তিনি আরও জানান, আটককৃত আসামিকে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।