কৃষিতে বিশেষ অবদানের জন্য আরটিভি কৃষি পদক পেয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আরটিভি এনআরবিসি কৃষি পদক ২০২২-এ কৃষিমন্ত্রীর হাতে পদক তুলে দেওয়া হয়।
পদক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম।
দেশে কৃষি ও খাদ্য নিরাপত্তার উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষ করে তার সময়োপযোগী সিদ্ধান্ত এবং মহামারীর সময়ে কৃষিতে তার অব্যাহত সাফল্যের জন্য তাকে সম্মানিত করা হয়।
কৃষিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য কৃষিকে বাণিজ্যিকীকরণ করা। আমরা চাই শিক্ষিত, বিশেষ করে শহুরে যুবকরা কৃষিতে এগিয়ে আসুক। আসুন বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগ করি।
অনুষ্ঠানে, পুরস্কারপ্রাপ্ত কৃষকদের একজন ইউক্যালিপটাস গাছের ক্ষতিকর দিকগুলো নিয়ে তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।
এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, দেশে কেউ যাতে ফসল ও পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ না লাগায় সে ব্যবস্থা নেওয়া হবে। উচ্চপর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ইউক্যালিপটাস গাছ কাটার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বছর ১০টি ক্যাটাগরিতে আট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়। আরটিভি দেশের কৃষিতে জড়িত কৃষক, খামার গবেষক, বিজ্ঞানী এবং সম্প্রসারণ কর্মীদের অবদানকে স্বীকৃতি দিতে এবং উত্সাহিত করতে কৃষি পদক উপস্থাপন করছে।