সাতক্ষীরায় ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫০ একর বোরো ধানের সমলয় চাষাবাদ এর ব্লক প্রদর্শনীর আওতায় কলারোয়া পৌর সদরের গোপীনাথপুর মাঠে যান্ত্রিক উপায়ে ধান রোপর কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সোমবার কলারোয়া পৌরসভার সাতক্ষীরা-যশোর মেইন সড়ক সংলগ্ন গোপীনাথপুর মৌজার কৃষক গোলাম মর্তুজার ক্ষেতে ওই যান্ত্রিক উপায়ে ধান রোপন কাজের উদ্বোধন করা হয়।
এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা জেলা কৃষি প্রকৌশলী হারুন-অর-রশিদ।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম উপজেলা কৃষি সস্প্রারণ অফিসার ইমরান হোসেন, পৌরসভার কাউন্সিলর আলফাজ উদ্দিন, রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবির হোসেন, সমির কুমার, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, প্রেসক্লাবের সদস্য সরদার জিল্লুর, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, সাংবাদিক ফারুক রাজ, এসএম ফারুক হোসেন, রাজু রায়হানসহ কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় কৃষক কৃষাণী।
এখানে উন্নত জাতের এসি লাইড ধানের চারা রোপণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন-দিনে দিনে দেশের আবাদি জমি কমে যাচ্ছে। কৃষি উপকরণের দাম বৃদ্ধি হয়েছে। তাই অল্প খরচে অধিক ফলনশীল এই চারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রদর্শনী হিসেবে রোপন করা হয়েছে।