সাতক্ষীরার ভোমরা ট্রান্সপাের্ট এ্যাসোসিয়েশন সদস্য সাদ্দাম হোসেনের বিরুদ্ধ মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫আগস্ট) বিকাল ৫ টায় ভােমরা বন্দর এলাকায় ডাম্পার চালোকদের উদ্যোগে এ বিক্ষােভ সমাবেশের আয়ােজন করা হয়। ভােমরার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবাদুল ইসলাম গাজীর সভাপতিত্ব ও আলমগীর হােসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ভােমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম।
এসময় বক্তব্য দেন ভােমরা বন্দর ট্রান্সপার্ট মালিক সমবায় সমিতি লিঃ (রজিঃ নং- ৮৬) এর সহ-সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ভােমরা সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি হাফেজ বিল্লাল হােসন, শ্রমিক নেতা মিজানুর রহমান, ডাম্পার চালক বকুল হােসেন, ফয়সাল খান চৌধুরী, রিপন হােসেন বাবু, আনারুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, ভােমরা বন্দর কােন অবৈধ চাঁদাবাজী করতে দেয়া হবে না। ভােমরা বন্দর ধংসর হাত থেকে রক্ষা করতে অবৈধ চাঁদাবাজীর প্রতিবাদ করতে গিয়ে সাদ্দাম হােসেন মিথ্যা মামলার স্বীকার হয়েছেন। সাদ্দামের বিরুদ্ধে যদি এ মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে ভােমরা বন্দর বাসী ও ডাম্পার চালোকরা ভােমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন সম্পাদক কে এই ভোমরা বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘােষণা দেন।
এসময় বক্তারা অবিলম্বে সাদ্দাম হােসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
সাতক্ষীরার ভোমরা ট্রান্সপাের্ট এ্যাসোসিয়েশন সদস্য সাদ্দাম হোসেনের বিরুদ্ধ মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫আগস্ট) বিকাল ৫ টায় ভােমরা বন্দর এলাকায় ডাম্পার চালোকদের উদ্যোগে এ বিক্ষােভ সমাবেশের আয়ােজন করা হয়। ভােমরার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবাদুল ইসলাম গাজীর সভাপতিত্ব ও আলমগীর হােসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ভােমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম।
এসময় বক্তব্য দেন ভােমরা বন্দর ট্রান্সপার্ট মালিক সমবায় সমিতি লিঃ (রজিঃ নং- ৮৬) এর সহ-সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ভােমরা সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি হাফেজ বিল্লাল হােসন, শ্রমিক নেতা মিজানুর রহমান, ডাম্পার চালক বকুল হােসেন, ফয়সাল খান চৌধুরী, রিপন হােসেন বাবু, আনারুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, ভােমরা বন্দর কােন অবৈধ চাঁদাবাজী করতে দেয়া হবে না। ভােমরা বন্দর ধংসর হাত থেকে রক্ষা করতে অবৈধ চাঁদাবাজীর প্রতিবাদ করতে গিয়ে সাদ্দাম হােসেন মিথ্যা মামলার স্বীকার হয়েছেন। সাদ্দামের বিরুদ্ধে যদি এ মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে ভােমরা বন্দর বাসী ও ডাম্পার চালোকরা ভােমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন সম্পাদক কে এই ভোমরা বন্দরে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘােষণা দেন।
এসময় বক্তারা অবিলম্বে সাদ্দাম হােসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।