সাতক্ষীরার বাইপাস সড়কে বিজিবি’র অধিনায়ক এর প্রাইভেটকারের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতের নাম সাইফুল ইসলাম (৩৭), সে সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের পূর্বপাড়ার লোকমান হোসেনের ছেলে।
আজ বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড়ে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আব্দুল গফফার জানান, বাইসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো সাইফুল। আমার সঙ্গে কথা বলছিল। হঠাৎ বেপরোয়া গতিতে একটি প্রাইভেট কার এসে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় সাইফুল।
এসময় তিন আরও বলেন, যশোরের দিক থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-গ ২৩ ৭২১৯ নম্বর প্রাইভেটকার তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে সাইফুল ইসলাম মারা যান।
এঘটনায় প্রাইভেটকার ও চালককে আটক করেছেন স্থানীয় জনতা। পরে পুুুলিশ, বিজিবি ও র্যাব খবর পেয়ে ঘটনাস্থলে আসে।
মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানান।
এদিকে ঘটনার প্রতিবাদে বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড় অবরোধ করে এলাকাবাসি।
সাতক্ষীরা-১৭ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসান জানান, প্রাইভেটকারটি আমার ব্যক্তিগত। দূর্ঘটনার সময় গাড়িতে আমার স্ত্রী ছিলেন। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এই দূর্ঘটনা ইচ্ছাকৃতভাবে তো হয়নি।
সাতক্ষীরা সদর থানার (তদন্ত) কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রাইভেটকার চালক সুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।