সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১ টার সময় ভোমরা স্থলবন্দরের প্রশাসনিক ভবনে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র আয়োজনে ভোমরা স্থলবন্দরে আইন শৃঙ্খলা নিয়ে ভোমরা স্থল বন্দরের বিভিন্ন এসোসিয়েশনের সাথে এই সমন্বয় সভা করে।
এ সময় উপস্থিত ছিলেন, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশিদ পিএসসি।
এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহম্মাদ আল মাহমুদ, মেজর রেজা আহমেদ, সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স ম কাইয়ুম, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পদক এস এম মাকসুদ খান, সহ-সভাপতি এজাজ আহমেদ স্বপন, ট্রাক মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সহ বিভিন্ন এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।