তথা কথিত ভুমিহীন নামধারী সন্ত্রাসী, ভুমিদস্যু, ডাকাত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও লুটপাটকারীদের উৎখাত এবং আটকের দাবীতে সাতক্ষীরার দেবহাটায় মানবববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
খলিশাখালী জমির মালিকগণ ও দেবহাটা উপজেলার শান্তিকামী জনগণের ব্যানারে শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার পারুলিয়া বাজারের রায়হান চত্বরে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, জমির মালিক ইকবাল মাসুদ, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, ভুমিহীন নেতা ওহাব আলী, দেবহাটা উপজেলা যুবলীগ সভাপতি মিন্নুর রহমান, পারুল ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, জমির মালিক কাজী সুরুজ আলী, আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, গত বছরের ১০ সেপ্টেম্বর ভোররাতে নোড়ারচকের সন্ত্রাসী ইসমাইল মেম্বার, আকরাম ডাকাত, কালু ডাকাত, গফুর ডাকাত, আনারুল, রবিউল, আসাদুল, আবুল ও সুনিল স্বর্ণকারের নের্তৃত্বে ভুমি সন্ত্রাসীরা মুহুর্মুহু গুলি ও বোমাবর্ষন করে দেবহাটার খলিশাখালি নামক স্থানের তিন’শ জন রেকর্ডীয় মালিকের ১৩২০ বিঘা জমি জবরদখল ও মৎস্য ঘের লুট করে নেয়।
এ সময় মৎস্য ঘেরের প্রায় ৪ কোটি টাকার মাছ লুট করে। এরপর থেকে ওই জনপদকে দেশের বিভিন্ন অঞ্চলের দাগী অপরাধীদের নিয়ে অস্ত্র, মাদক ব্যবসার আঁখড়াস গড়ে তোলে তারা।
তবে সম্প্রতি প্রশাসনের একের পর এক অভিযানে ইসমাইল বাহিনীর সন্ত্রাসীরা ও ডাকাতরা দফায় দফায় অস্ত্রসহ গ্রেফতার হলেও অদ্যবধি আত্মগোপনে রয়ে গেছে এসব সন্ত্রাসী ও ভূমিদস্যু বাহিনীর প্রধান ইসমাইলসহ অনেকেই।
বক্তারা এ সময় তথা কথিত ভুমিহীন নামধারী সন্ত্রাসী, ভুমিদস্যু, ডাকাত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও লুটপাটকারীদের উৎখাত এবং আটকসহ সন্ত্রাসী ইসমাইলের ইউপি সদস্য পদ বাতিলের জোর দাবী জানান।