সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতীয় থেকে নিয়ে আশা বিভিন্ন ব্রান্ডের ৫০ বোতল মদসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
কলারোয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার বোয়ালিয়া এলাকায় এ আটকের ঘটনা ঘটে।
আটককৃত মাদক চোরাকারবারির নাম মোঃ আবুল খায়ের সরদার(৩৫), সে কলারোয়া থানার বোয়ালিয়া এলাকার মৃত দেলবার সরদারের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বোয়ালিয়া এলাকা দিয়ে বড় একটি মাদকের চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চিহ্নিত মাদক চোরাকারবারি আবুল খায়েরকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৫০ বোতল মদসহ আটক করাহয়।
তিনি আরও জানান, আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।