সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারিকে আটক করেছে র্যাব -৬ সাতক্ষীরা।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন চাচূড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৪ মে) সকালে প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
আটককৃত আসামীর নাম মিজানুর রহমান ওরফে খোড়া মিজান (৪০), সে সাতক্ষীরা সদরের ইনসান আলীর ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, মিজানুর রহমান সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিলেন।
২০১৩ সালের আগস্ট মাসে মিজানুর রহমান বিপুল পরিমাণ ফেনসিডিলসহ খুলনার খালিশপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। মাদক মামলায় ২০২০ সালের ৩ সেপ্টেম্বর বিচাকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে আদালত। মামলার রায় হওয়ার পরে আসামি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আত্নগোপনে থাকে।
বুধবার তাকে নড়াইলের চাচূড়ী এলাকা থেকে আটক করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।