সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারি আটক।
শনিবার (১২ আগষ্ট) রাত শোয় আট টার সময় সাতক্ষীরা সদরের কুশখালী সাকিনস্থ আগলা পুকুর কান্দার মোড়ে অবস্থিত জনৈক শামসু ঢালীর বসত ঘরের সামনে থেকে গাঁজাসহ তাদেরকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত আসামীদের নাম মোঃ আলমগীর হোসেন(৪৫) পিতা-মৃত শহিদুল মোল্লা, অপরজন মোঃ সাকিব হোসেন(১৯), পিতা-মৃত মহিদুল ঢালী, উভয় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের বাসিন্দা ।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) কাজল সরকার ও সঙ্গিয় ফোর্সের সহায়তায় সাতক্ষীরা সদরের কুশখালী সাকিনস্থ আগলা পুকুর কান্দার মোড়ে অবস্থিত জনৈক শামসু ঢালীর বসত ঘরের সামনে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ আসামীদের আটক করা করেছে।
তিনি আরও জানান আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা নং-২৬। ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৯(ক) এর একটি নিয়মিত মামলা রুজু হয়।