সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র বিশেষ অভিযানে ৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
শনিবার (১২ আগষ্ট) রাত সাড়ে আট টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ থানাধীন কালিগঞ্জ টু তারালী মোড়স্থ ঘোষ ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত আসামীদের নাম মোঃ রবিউল ইসলাম(৩৮), সে দেবহাটা থানার নাওয়াপাড়া এলাকার মৃত আমজাদ সরদারের ছেলে। অপর জন জয় সরকার (২০), সে কালিগঞ্জ থানার টোনা গ্রামের গনেষ সরকারের ছেলে।
এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, সাতক্ষীরার কালিগঞ্জ থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মিঠুন মজুমদার, এএসআই(নিঃ)/ মোঃ জিহাদ আলী, এএসআই(নিঃ)/মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় কালিগঞ্জ থানাধীন কালিগঞ্জ টু তারালী মোড়স্থ ঘোষ ফার্মেসীর সামনে অভিযান চালিয়ে ৮০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামীদেরকে আউট করা করেছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে কালিগঞ্জ থানার মামলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে যার মামলা নং ১৩। ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ২৯(ক)এর একটি নিয়মিত মামলা রুজু হয়।