দেশ সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় ছামিউল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর-পোড়াদহের মধ্যবর্তীস্থানে রেল লাইনের ১৭৪ কিলোমিটারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পোরাদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
শিশু ছামিউল ওই উপজেলার পোড়াদহ ইউনিয়নের ভারল গ্রামের আকরামুল হকের ছেলে।
এ ঘটনায় ওসি বলেন, বেলা ১১টার দিকে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সাথে ছামিউলের ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করেছে।
তিনি আরো বলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।