দেশ সংবাদ
কুষ্টিয়ার মিরপুর থানা এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর থানা পুলিশের আয়োজনে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক।
এ সময় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ব্রিফিং-এ বক্তব্য রাখেন।
মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক
দুর্গাপূজার নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দিলেন। এবার দুর্গাপূজায় কোন ধরনের অ্যালকোহল চলবেনা এ ব্যাপারে খেয়াল রাখার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে সার্বক্ষণিক মন্দিরে অবস্থান করে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সকল বিষয় খেয়াল রাখতে হবে।
এছাড়াও উক্ত ব্রিফিং প্যারেড এ বক্তব্য রাখেন মিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম ও থানা সেকেন্ড অফিসার প্রতাপ কুমার সিংহসহ সংশ্লিষ্ট মন্দিরের ইনচার্জ এবং দায়িত্বরত সকল পুলিশ সদস্যবৃন্দ।