ফরিদুল করিম নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় বাজি ধরে দুই কেজি গুড় খেয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর ভান্ডারপুর বাজারে স্থানীয় বিথু নামে এক কসাইয়ের সঙ্গে পারআধাইপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে বায়েজিত (৫২) বাজি ধরেন। এতে বায়েজিত যদি দুই কেজি গুড় খেতে পারে তাহলে কসাই বিথু তাকে ১ হাজার টাকা দেবেন এমন কথা হয়।
বাজি ধরে কোনো কিছু খাওয়া বায়েজিতের পুরোনো অভ্যাস। জেদের বসে বায়েজিত দুই কেজি গুড় ও সঙ্গে ১৪-১৫টি কাঁচা মরিচ নিয়ে একসঙ্গে খেতে থাকেন। গুড় যখন খাওয়া প্রায় শেষ তখন কসাই বিথু ভাবছিলেন এখন তাকে ১ হাজার টাকা দিতেই হবে। এ সময় সে টাকা না দিয়ে করে পালিয়ে যান। বায়েজিত গুড় খেয়ে বাড়ি ফিরে রাতেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে আক্কেলপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বায়েজিতের স্ত্রী-পুত্রসহ পরিবারের লোকজন জানায়, অতিরিক্ত গুড় খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। কসাই বিথুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন জানান, বায়েজিত গুড়, কাঁচা মরিচ ও তার আগে এক ছড়ি কলা খেয়ে অসুস্থ হয়ে মারা যান।
এলাকাবাসী জানায়, বাজারে আসল গুড় পাওয়া যায় না। সবই নকল গুড়। মহাদেবপুরসহ বিভিন্ন এলাকায় যে গুড় কারখানা রয়েছে সেখানে সারা বছর গুড় তৈরি হয় তাতে আখের রস প্রয়োজন হয় না। চিনির সিরা, ভুট্টার গুরা, ময়দা, রংসহ বিভিন্ন জিনিস মিশিয়ে তৈরি করে গুড়। এই গুড় এত বেশি খাওয়া ঠিক হয়নি।