বাংলাদেশ ছয়টি ঋতুর দেশ, এই দেশের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত ছয়টি ঋতু অনাদিকাল থেকে এবং জীবন দেশের মানুষের জীবন যাত্রার কাছাকাছি। কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশের ছয়টি ঋতু কয়েকটি ঋতুতে পরিণত হয়েছে।
আষাঢ় শ্রাবণ মাসে বর্ষার কাল। আষাঢ় ও শ্রাবণ মাসে বৃষ্টি হওয়া স্বাভাবিক। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশে আষাঢ় ও শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে না এবং যদিও তা কাম্য নয়, চলতি বর্ষা মৌসুম শ্রাবণের মাঝামাঝি এবং প্রথম আশ্বিনে ভারী বৃষ্টির কারণে আকাশ বন্যা সৃষ্টি করে।
অকাল বন্যায় সাতক্ষীরা খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, শত শত চিংড়ি পানিতে তলিয়ে গেছে। শত শত কোটি টাকার চিংড়ি ভেসে গেছে, কৃষিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষিজাত পণ্য পানিতে তলিয়ে গেছে, সাতক্ষীরাসহ সমগ্র দক্ষিণাঞ্চল সবকিছুর ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন। ঋতু পরিবর্তনের কারণে অকাল ভারী বৃষ্টিপাত হয়।
চলতি ভাদ্র মাসে, গত কয়েকদিনের বিরতিহীন বৃষ্টি আবার সাতক্ষীরায় চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। গত তিন দিনের বৃষ্টির কারণে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
সাতক্ষীরার মানুষ আপাতত জলাবদ্ধতা ও জলাবদ্ধতায় ভুগছে। বর্তমান জলাবদ্ধতা জেলার ২০ লক্ষাধীকের বেশি মানুষের সমস্যার কারণ।