দেশ সংবাদ
কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ স্টিয়ারিং গাড়ির ধাক্কায় মুর্শিদুল কবির শান্ত (২২) নামের মেডিকেল ভর্তির প্রস্তুতি নেওয়া এক শিক্ষার্থী নিহত হয়েছে ।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের আড়িয়া ইউনিয়নের চকঘোগা মিনা বাজারের কাছে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শান্ত কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের আব্দুল মুন্নাফ মাস্টারের ছোট ছেলে।
জানা গেছে , সকালে শান্ত নামে ওই শিক্ষার্থী শ্যামনগর থেকে অসুস্থ খালাকে দেখে ভ্যানে করে বাড়ি ফেরার পথে চকঘোগা মিনা বাজার নামক স্থানে স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হন।পরে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার্ড করেন। পরে কুষ্টিয়া গিয়ে শান্ত’র মৃত্যু হয়।
কালিদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই শেখ মেহেদী জানান, চালকের সাথে থাকা একজনকে আটক করে স্টিয়ারিং গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।