দেশ সংবাদ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কলেজ বাজার এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানা ওসি জহুরুল ইসলাম।
জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার কলেজ বাজারের একটি গোডাউনের পাশে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি জহুরুল ইসলাম জানান, ঐ বৃদ্ধ রেলস্টেশনের আশপাশে ভবঘুরের মতো থাকতেন। লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।