দেশ সংবাদ
অদ্য ০৯/১১/২০২৩ রোজ বৃহস্পতিবার দুপুর ২ টার সময় ভেড়ামারা পৌরসভার রেল বাজারস্থ পাবনা সুইটস এ অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আকাশ কুমার কুন্ডু মহোদয়, মূলত একজন ক্রেতার দই’র মাপযোগ গড়মিল থাকার বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন,, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আমলে এনে সরেজমিনে সত্যতা যাচাই করতে গেলে সত্যতা প্রমান মেলে।
দইয়ের দাম ২৬০/- কেজি, দইয়ের হাড়ীর ওজন ১৩৮৮ গ্রাম। কিন্তু কাস্টমারের নিকট থেকে মাত্র ৫০০ গ্রাম দইয়ের হাড়ীর দাম বাদ দেওয়া হয়, বাঁকী ৮৮৮ গ্রাম হাড়ীর দাম কাস্টমারের নিকট থেকে উক্ত প্রতিষ্ঠানটি গ্রহন করে থাকে।
এ সময় উপজেলা নিবার্হী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আকাশ কুমার কুন্ডু মহোদয় তিনি দই, মিষ্টি দোকানে মূল্য তালিকা না থাকার কারণে পাবনা সুইটস কে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১৫ পনের হাজার টাকার জরিমনা মূল্য নির্ধারণের তালিকা প্রদর্শনের দিকনির্দেশনা প্রদান করেন।