Ridoy Rayhan
কুষ্টিয়ার কুমারখালীতে অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেন এর ১৭৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। চাপড়া ইউনিয়নের লাহীনিপাড়া মীর মশাররফ হোসেন এর বাস্ত ভিটায় অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।
এসময় জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে
অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আমিনুল হক, গবেষক এ্যাড,লালিম হক, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার উপস্থিত ছিলেন।
কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি)আমিরুল আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।