হৃদয় রায়হান
কুষ্টিয়ার মিরপুরে ৫ হাজার পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সিরাজুল ইসলাম (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকৃকৃত সিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার জয়রামপুর এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুষ্টিয়ার মিরপুর থানার কাতলামারী এলাকা থেকে ট্যাপেন্ডাল ট্যাবলেট নিয়ে কুষ্টিয়া সদরে মাদক নিয়ে যাচ্ছিল এক মাদক কারবারি। এ সময় থানার ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে আসামি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ।
এ সময় তার হাতে থাকা একটি ব্যাগ থেকে ৫০টি বান্ডিলে সর্বমোট পাঁচ হাজার পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১০ লক্ষ টাকা বলে জানা যায়। অভিযানে উপস্থিত ছিলেন মিরপুর থানার এসআই সুফল সরকার, এসআই অসিত কুমার ও এএসআই শাজাহান সঙ্গীয় কোর্স।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে মিরপুর থানা একটি মাদক মামলা দায়ের করা হচ্ছে। মিরপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।