প্রানিকুলের অন্যতম উদাহরন পাখি, সৃষ্টির অপার সম্ভাবনাময় সৃষ্টি পাখি, আমাদের দেশের জনসাধারন পাখির সাথে বিশেষ ভাবে পরিচিতি। সৌন্দর্য্য বর্ধক হিসেবে পাখির বিকল্প নেই। পাখি কেবল সৌন্দর্য বর্ধক হিসেবে বিবেচিত হয়ে থাকে তা নয়, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ পরিবেশের উন্নয়নে পাখি বিশেষ ও কাঙ্খিত ভূমিকা পালন করে থাকে।
আমাদের দেশের বাস্তবতায় শীত মৌসুমে হরেক রকমের পাখির উপস্থিতি ও অবস্থান পরিলক্ষিত হয়ে থাকে। আমাদের দেশে শীত মৌসুমে বিভিন্ন শীত প্রধান হতে পাখিদের আগমন ঘটে। দলে দলে বা ঝাকে ঝাকে বিপুল সংখ্যক পাখির উপস্থিতি দেশের পরিবেশ বিশেষ ধরনের প্রভাব বিস্তর করে থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিরলস ভাবে নিয়োজিত পাখিদের অবস্থানের বিপক্ষে এক শ্রেনীর শিকারীরা, আমাদের দেশের প্রচলিত আইনে পাখি নিধন এর নিষিদ্ধ থাকলেও বাস্তবতা হলো থেমে নেই পাখি শিকার।
সৌন্দর্য বিকিরনে, পরিবেশের ভারসাম্য রক্ষায় নিবেদিত পাখি নিধন কোন অবস্থাতেই কাম্য নয়, বাস্তবতা হলো আমাদের কৃষিতে এবং কৃষি উন্নয়নেও উৎপাদনে পাখির ভূমিকা অনবদ্য, অসাধারন। আর তাই অবলিলায় বলা যায় পাখি নিধনের অর্থ হলো প্রকৃতির উপর আঘাত, আমাদের উৎপাদন ও উপার্জনের প্রতি পক্ষ।
যে বা যারা পাখি নিধনের উৎসবে চলমান এবং প্রকৃতির সম্ভাবনাময় সম্পদ পাখি নিধন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। একদিকে আইনের প্রয়োগ ঘটাতে হবে অন্যদিকে অতিথি পাখি বা দেশী পাখি নিধন নয় সংরক্ষন করতে হবে।