রাজধানীর বিভিন্ন এলাকায় ৩১৬টি অবৈধ ওয়্যারলেস (ওয়াকি-টকি) সেট উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-১০)। এ সময় পাঁচজনকে আটক করে র্যা ব।
শনিবার (৩০ অক্টোবর) রাতে র্যা ব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর সায়দাবাদ, মণিপুরীপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় ৩১৬টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।