কৃষি পণ্যের বাণিজ্যিকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে যুক্তরাজ্যের কাছে প্রযুক্তিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ প্রেক্ষাপটে ব্রিটেনও এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার জন্য বেসরকারি খাতকে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন দেখা করলে মন্ত্রী তার আগ্রহের কথা জানান। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে কৃষি উৎপাদনে অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, উৎপাদনে সাফল্য থাকলেও রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। আমাদের অর্থের অভাব নেই, আমাদের প্রযুক্তিগত এবং ব্যবস্থাপনাগত সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে আমরা ব্রিটেনের সহায়তা চাই।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বাংলাদেশকে কৃষি প্রক্রিয়াকরণ ও রপ্তানি বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, কৃষিতে সহযোগিতা বাড়াতে ব্রিটিশ বেসরকারি খাতকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
ইউরোপের বাজারে তাজা সবজি ও ফল এবং প্রক্রিয়াজাত কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে কৃষিমন্ত্রীর নেতৃত্বে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের একটি দল নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য সফর করছে।
বিষয়টি উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, দেশে ফল, আলু ও সবজি রপ্তানি ও প্রক্রিয়াজাত করণের অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের এখন অনেক উদ্বৃত্ত ফসল আছে। আমরা এগুলো ইউরোপের প্রধান বাজারে রপ্তানি করতে চাই। এখন যা রপ্তানি হচ্ছে তার প্রধান ক্রেতা হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সফরের সময় আমরা যুক্তরাজ্যের ব্যবসায়িক সমিতি এবং শীর্ষ চেইন শপ বা সুপারমার্কেটের সাথে আলোচনা করব।
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রুহুল আমিন তালুকদার উপস্থিত ছিলেন।