আগামী বছরের (২০২২) জানুয়ারি থেকে পানির দাম ৫ শতাংশ বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। প্রস্তাবিত হার অনুযায়ী, আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট (এক হাজার লিটার) ১৩.২ পয়সা এবং অনাবাসিক গ্রাহকদের ৩১.৮২ পয়সা দিতে হবে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম ওয়াসার ৬৪তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী একেএম ফয়জুল্লাহ বলেন, আইন অনুযায়ী প্রতি ইউনিটে ৫ শতাংশ দাম বাড়ানোর ক্ষমতা চট্টগ্রাম ওয়াসার রয়েছে। সে অনুযায়ী নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন বছরের শুরু থেকেই এই হার কার্যকর হবে।
এর আগে গত বছরের ১ মার্চ পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছিল চট্টগ্রাম ওয়াসা।