শ্রীলঙ্কা আগেই তার বিদায় নিশ্চিত করেছে। কাগজে কলমে ওয়েস্ট ইন্ডিজের টিকে থাকার সম্ভাবনা আছে। কিন্তু আজ আবুধাবিতে, শ্রীলঙ্কানরা সেই সম্ভাবনাকে ক্যারিবিয়ানে সমাহিত করার ব্যবস্থা করেছে বলে মনে হচ্ছে। প্রথমে ব্যাট করে দাসুন শানাকারের দল ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।
ওয়েস্ট ইন্ডিজ সুপার টুয়েলভে তাদের শেষ তিন ম্যাচের একটিতে জিতেছে। আজকের একটিসহ শেষ দুই ম্যাচ জিতলে নেট রান রেটে সেমিফাইনালে যেতে পারে তারা। তাই বড় ব্যবধানে জিততে চাই। তবে ম্যাচ জেতা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্যারিবীয়দের জন্য।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। প্রথম ওভারে ৪২ রান যোগ করেন কুশল পেরেরা ও পথুম নিসাঙ্কা। আউট হওয়ার আগে ২১ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন কুশল। পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা পায় ৪৮ রান।
দ্বিতীয় উইকেটে দুই তথ্যবহুল ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা ও পথুম নিসাঙ্কা ম্যারাথন জুটি গড়েন। এই জুটি ১০.১ ওভারে ৯১ রান যোগ করে। ইনিংসের ১৬তম ওভারে ড্রেসিংরুমে ফেরার আগে চলতি বিশ্বকাপে তার তৃতীয় ফিফটি করেন নিসাঙ্কা। ৪১ বলে ৫১ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে।
আসালঙ্কা নিসঙ্করের চেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন। ফিফটি করতে ৩৩ বল খেলেন তিনি। সেখানেই থামেননি। এরপর সাত বলে ১৮ রান করেন তিনি। ইনিংসের ১৯তম ওভারে ফেরার আগে, আসালাঙ্কা ৪১ বলে ৮ চার এবং ১ ছক্কায় ৬৮ রানের দুর্দান্ত ইনিংস করেছিলেন।
কম যাননি শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাও। শেষ অপরাজিত ক্যামিও ইনিংসে, শানাকা ১৪ বলে ২৫ রান করেছিলেন। যেখানে ছিল দুটি চার ও একটি ছক্কা। এই ক্যামিওতে শ্রীলঙ্কার ইনিংস ছুঁয়েছে ১৮৯ রানে। ম্যাচ জিততে এবং বিশ্বকাপে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১৯০ রান।